সবধরনের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন না করার ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তবে ক্লাব ছাড়ার ২৪ ঘন্টা না পেরোতেই এক বিবৃতিতে রিয়ালে থাকতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শুরু থেকেই বেতন এবং চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদের সাথে ঐক্যমত্যে পৌঁছাতে পারছিলেন না সার্জিও রামোস। তখনই গুঞ্জন উঠছিল মৌসুম শেষেই রিয়াল থেকে বিদায় নিবেন সার্জিও রামোস। মৌসুম শেষ হওয়ার পর রিয়ালের সাথে চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানে মতের মিল না হওয়ায় তাকে রিয়াল ছাড়তেই হল।
Sergio Ramos:
— Goal (@goal) June 17, 2021
"My first choice was to stay. I received a 1-year offer with a salary cut. The money wasn't an issue, I wanted a 2-year contract for myself and my family.
"I accepted the 1-year offer at last, but the club informed me that the offer was no longer on the table." pic.twitter.com/XTCDoVcSmq
সার্জিও রামোস এক বিবৃতিতে জানান, 'রিয়াল আমার প্রথম পছন্দ ছিল। আমি বেতন কমানোসহ এক বছরের চুক্তিতে রাজি ছিলাম। তবে আমি আমার পরিবার এবং সন্তানের জন্য দুই বছর রিয়ালে থাকতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত আমি এক বছরের জন্যই চুক্তিতে রাজি হয়েছিলাম। তবে তারা আমাকে জানিয়ে দেয় আমার সাথে চুক্তি করবে না।'
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর স্প্যানিশ ডিফেন্ডারের ভবিষ্যত গন্তব্য কোথায় হবে তা এখনও জানাননি রামোস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]