১১৭ বছর পর রিয়ালে বিদেশি কাপ্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৮ জুন ২০২১
১১৭ বছর পর রিয়ালে বিদেশি কাপ্তান

রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, সার্জিও রামোস হয়ে এবার রিয়াল মাদ্রিদের অধিনায়কের ভার উঠছে মার্সেলোর কাঁধে। ১৯০৪ সালের পর প্রথমবারের মত কোনো নন-স্প্যানিশের হাতে উঠছে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ভার।

স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের বিদায়ের পর প্রশ্ন উঠেছিল কে হবেন সার্জিও রামোসের উত্তরাধিকারী। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান মার্সেলোকেই বেঁছে নিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দায়িত্ব নিয়েই নতুন এক রেকর্ড গড়লেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

মার্সেলোর আগে ১৯০৪ সালে সর্বশেষ বিদেশি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন গুয়েতমালার ফুটবলার ফেডেরিকো রেভুয়েলতো।

রিয়াল মাদ্রিদের ঐতিহ্য অনুযায়ী দীর্ঘদিন একাদশে খেলা ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেঁছে নেওয়া হয়। সার্জিও রামোসের পর মার্সেলোই ১৫ বছর ধরে রিয়ালের একাদশের হয়ে খেলছে। তাই মার্সেলোকেই অধিনায়ক হিসেবে বেঁছে নেওয়া হয়েছে।

তবে এ ঐতিহ্যের ঘোর বিরোধী ছিলেন সাবেক রিয়াল বস হোসে মরিনহো। তার সময়ের অধিনায়ক ইকার ক্যাসিয়াসকে বাদ দিয়ে নন স্প্যানিশ কারো কাছে অধিনায়কত্ব দিতে চেয়েছিলেন। হোসে মরিনহোর এ উদ্যেগ সফল না হলেও নিয়মের বেড়াজালে পড়ে তা এবার হতে যাচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা আবহে দৃষ্টান্ত তৈরি করছে উইম্বলডন

করোনা আবহে দৃষ্টান্ত তৈরি করছে উইম্বলডন

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

ফ্রিতে বার্সায় যোগ দিচ্ছেন ডিপে

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের আমন্ত্রণ পেয়েছে রিয়াল-বার্সা-জুভেন্টাস

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা

নার্সের দাবি খুন হয়েছেন ম্যারাডোনা