বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৪টায় ঢাকায় পৌঁছায় ফুটবলাররা। বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন দুই পয়েন্ট। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটিতে ড্র করতে সক্ষম হয়েছিল জামাল-জিকোরা।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ফলাফল তেমন আহামরি না হলেও সুখবর নিয়েই দেশে ফিরলো ফুটবলাররা। সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে যে টার্গেট ছিল তা পূরণ হওয়ায় খুশি জাতীয় দলের কোচ জেমি ডেও।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ এর কারণে কাতার থেকে ফিরে এসে তিন দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে ফুটবলারদের। সেই কোয়ারেন্টাইন শেষ করেই আবার ব্যস্ত শিডিউলের মুখোমুখি হবে তারা।
বাফুফে পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]