জমজমাট ম্যাচ দিয়ে দিয়েই ইউরো যাত্রা শুরু করেছে ফ্রান্স ও জার্মানি। ম্যাট হ্যামেলসের আত্মঘাতী গোলে ম্যাচের ফলাফল এলেও দুই দলই মাঠে বেশ জমজমাট লড়াই করে। এ ম্যাচে ফরাসি মিডফিল্ডার পল পগবাকে কামড় দিয়েছেন জার্মান ডিফেন্ডার অ্যান্টিনিও রুডিগার। তবে ম্যাচ শেষে সে কথা অস্বীকার করেছেন রুডিগার।
পগবা এবং রুডিগারের মধ্যে এ ঘটনা ঘটে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে। একটি সেটপিসে পগবাকে মার্ক করেছিলেন রুডিগার। এ সময় পিছন থেকে পগবাকে জড়িয়ে ধরার সময় পিঠে কামড় দেওয়ার চেষ্টা করেন রুডিগার। এ ঘটনার সাথে সাথে রেফারির দৃষ্টি কাড়ার চেষ্টা করলেও পাত্তা দেননি রেফারি।
আরও পড়ুন >গোল উৎযাপন করে নিষিদ্ধ মার্কো আরনোভিক
ম্যাচ শেষে কামড় প্রসঙ্গে রুডিগার বলেন, ' এ নিয়ে সন্দেহ নাই যে আমার মুখের কাছে পগবার পিঠ আনা উচিত হয়নি। যা ঘটেছে এটা দূর্ভাগজনক। ওর সাথে আমার এ বিষয়ে কথা হয়েছে। ওর মনে হয়নি এটা কামড়। যদিও প্রথমদিকে দর্শকরা মনে করেছিল আমি কামড় দিয়েছি। এমনকি ম্যাচের সময় রেফারি বলছেন এটা হিংস্র কিছু মনে হয় নাই।'
ইংলিশ প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলে ভিন্ন ক্লাবে খেললেও পল পগবা এবং অ্যান্টেনিও রুডিগারের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাই এ নিয়ে পগবা জল ঘোলা করতে চাননা।
আরও পড়ুন >টটেনহাম-সিটি ম্যাচ দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ
পগবা এ বিষয়ে পগবা বলেন, 'আমরা দুইজনই নিজেদেরকে অনেক দিন ধরে চিনি। আমার মনে হয়েছিল ও সামান্য কামড় দিয়েছে। আর এর সাথে সাথেই আমি রেফারিকে জানাই। ওই ঘটনার জন্য ওর শাস্তি হোক এটা আমি চাইনা। এটা এখন অতীত।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]