বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ এএম, ১৭ জুন ২০২১
বসুন্ধরা কিংসের এলিটা কিংসলে এখন পূর্ণ বাংলাদেশি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংসের স্থানীয় ফুটবলার এলিটা কিংসলে এবার পূর্ণ বাংলাদেশির স্বীকৃতি পেলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্নে ত্যাগ করা এ নাইজেরিয়ান আগেই নাগরিকত্ব পেয়েছেন। এরপর বাংলাদেশের জাতীয়পত্রের পর এবার পেলেন পাসপোর্ট। 

বাংলাদেশের নাগরিকত্ব পেলেও পাসপোর্ট না পাওয়ায় এএফসি কাপ কিংবা জাতীয় দলের হয়ে খেলা সম্ভব ছিল না এলিটার। এখন সেটিও পেয়ে গেলেন।

নাগরিকত্বের পাশাপাশি পাসপোর্ট পাওয়ায় এখন জাতীয় দল কিংবা এএফসি কাপে খেলতে আর বাধা রইলো না এ ফরোয়ার্ডের। নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট -বাংলাদেশের এ তিনটাই এখন এলিটার হাতে।

একজন নাগরিকের যা যা প্রয়োজন এখন সবই পেয়ে গেছেন এলিটা কিংসলে। বসুন্ধরা কিংস নিজেদের এ খেলোয়াড়ের পাসপোর্ট পাওয়ায় অভিনন্দন জানিয়ে পোস্টও দিয়েছে। একই সাথে এলিটার ভবিষ্যতের জন্যও দলটির পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়েছে।

এলিটা কিংসলে পাসপোর্ট পাওয়াতে খুশি দেশের ফুটবলের ভক্তরাও। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে স্ট্রাইকার নিয়ে যে সমস্যা রয়েছে তা কিছুটা দূর করা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে। কিংসলেকে জাতীয় দলে নেওয়ার মধ্য দিয়ে জামাল ভূঁইয়াদের দল আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা সাধারণ ভক্তদের।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ