প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৭ জুন ২০২১
প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের কাছে হেরে যাওয়ায় শঙ্কা জেগেছিল বাংলাদেশকে হয়তো এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফ খেলতে হবে। তবে সু-খবর দিল এএফসি। প্লে-অফে নয়, সরাসরি এশিয়ান কাপেই বাছাইপর্বেই অংশ নিতে পারবে বাংলাদেশ ফুটবল দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে দল রয়েছে ৩৯টি, তার মধ্যে বাংলাদেশ দলের অবস্থান ৩৫তম। নিয়ম অনুযায়ী, ১৪ থেকে ৩৫ তম অবস্থানে থাকা ২২ টি দেশ সরাসরি এশিয়ান কাপ বাছাই খেলবে। বাংলাদেশ দল ৩৫তম অবস্থানে থাকায় সেই সুযোগ পাচ্ছে।

উত্তর কোরিয়ার নাম প্রত্যাহার, বিশ্বকাপের স্বাগতিক হিসেবে কাতার এবং এশিয়ান কাপের স্বাগতিক হিসেবে চীন সরাসরি সুযোগ পাওয়াতেও সুবিধা পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। 

বাংলাদেশ দল সরাসরি বাছাইয়ে খেলতে পারলেও ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়ামকে খেলতে হবে প্লে-অফ। এই চার দল থেকে দুই বিজয়ী দল ২২ দলের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ে যোগ দেবে।

এশিয়ান কাপে বাছাইপর্ব খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ দল আরও ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেল। ২৪ দলের অংশগ্রহণে হবে এশিয়ান কাপের বাছাই পর্ব। ৬ গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে ম্যাচগুলো। প্রতিটি দল পাবে ৬টি করে ম্যাচ।

 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হারলো জার্মানি

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হারলো জার্মানি

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ

ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে নতুন জল্পনা

ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে নতুন জল্পনা