সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৯ এএম, ১৭ জুন ২০২১
সংবাদ সম্মেলনে এবার বিয়ারের বোতল সরালেন পগবা

হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামার আগেই সংবাদ সম্মেলনে এসে টেবিলে থাকা কোমল পানীয়র বোতলগুলো সরিয়ে ফেলে আলোচনায় এসেছিলেন পর্তুগিজ তারকা রোনালদোর। এবার রোনালদোর সেই পথেই যেন হাটলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় পল পগবা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিচে নামিয়ে ফেলেন বিয়ারের বোতল।

মঙ্গলবার (১৫ জুন) জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের যাত্রা শুরু করে ফ্রান্স। জার্মানির আত্মঘাতী গোলেই মূলত ম্যাচে জয় লাভ করে তারা। ম্যাচে দাপটের সঙ্গে খেলা ফ্রান্সকে সামনে থেকে নেতৃত্ব দেন দলটির অধিনায়ক পল পগবা।

ম্যাচ সেরার পুরস্কার জিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে বসা মাত্র দেখেন টেবিলের ওপর দুইটি কোকা কোলা, একটি হ্যানিকেন বিয়ার ও একটি পানির বোতল রাখা। এদিক-সেদিক চোখ ঘুরিয়ে টেবিল থেকে হ্যানিকেনের বোতল সরিয়ে মাটিতে রেখে দেন তিনি।

এবারের আসরে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছে হ্যানিকেন বিয়ার।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে দিলেন রোনালদো

সংবাদ সম্মেলনে কোকের বোতল সরিয়ে দিলেন রোনালদো

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হারলো জার্মানি

আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে হারলো জার্মানি

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ

শক্তিশালী ওমানকে ৩ গোলে ‘রুখলো’ বাংলাদেশ