ইউরো কাপে গ্রুপ পর্বেই মাঠে নামে বড় দুই দল ফ্রান্স ও জার্মানি। ঘরের মাঠে পরাজয় দিয়েই ইউরো যাত্রা শুরু করলো জোয়াকিম লো এর দল। নিজেদের জালে নিজেরা বল পাঠিয়ে শুধু গোলই হজম করেনি জার্মানি, একই সাথে হাতছাড়া করে ম্যাচও। ম্যাচের একমাত্র আত্মঘাতী গোলে ফ্রান্সের কাছে ১-০ গোলে পরাজিত হয় তারা।
মঙ্গলবার (১৫ জুন) রাতে দুই দলের লড়াইয়ে সুযোগ পেয়েছিল দুই দলই। কিন্তু ডিফেন্ডারদের কল্যাণে কাঙ্ক্ষিত গোল বের করতে পারছিল না উভয় দলই। ম্যাচের প্রথমার্ধেই সবচেয়ে বড় ভুলটি করে বসেন হুমালেস।
ম্যাচের ২০ মিনিটের সময় এমবাপেকে উদ্দেশ্য করে ডি বক্সের ভেতরেই বল বাড়ান হার্নান্দেজ। ওই বল ক্লিয়ার করতে যান হুমালেস। কিন্তু বল গোলপোস্টের উপর দিয়ে না পাঠিয়ে দেন নিজেদের জালে। আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।
ম্যাচে আরও দুইবার জার্মানির জালে বল পাঠায় ফ্রান্স। তবে অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়। করিম বেনজেমা এবং এমবাপে দুইজনের গোলই বাতিল হয় অফসাইডে।
ম্যাচে ফিরতে জার্মানি বেশ কিছু আক্রমণ করলেও সেগুলো থেকে গোলের দেখা পায়নি তারা। ফলে ঘরের মাঠে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]