আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় ৮ মাস অতিক্রম করলেও তা নিয়ে এখনও আলোচনা থামেনি। ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে উঠেছে নতুন অভিযোগ। ম্যারাডোনার ব্যক্তিগত স্বাস্থ্য সেবক ডিয়েগো আলমিরন ম্যারাডোনার মৃত্যুর সঠিক সময় জানাননি বলে অভিযোগ উঠেছে নতুন তদন্ত রিপোর্টে। আলমিরনের দাবি তিনি তার সিনিয়রের কথা মেনে চলেছেন।
৬০ বছর বয়সী ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাতে ম্যারাডোনার দেখভাল করতেন আলমিরন। ম্যারাডোনাকে শেষ বারের মত জীবিত অবস্থায় দেখেছিলেন আলমিরন।
ম্যারাডোনার মৃত্যু নিয়ে তদন্ত করতে গিয়ে ম্যারাডোনার মৃত্যুর সময় নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে। তদন্ত কমিটির দাবি আলমিরনের জানানো সময়ের আগেই মারা গিয়েছিলেন ম্যারাডোনা। আলমিরন ম্যারাডোনার মৃত্যুর সঠিক সময় জানায় নি।
ম্যারাডোনাকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। এ অভিযোগের ভিত্তিকে ম্যারাডোনাকে দেখভালে দায়িত্বে থাকা সাতজনকে নিয়ে শুনানি করছে আদালত।
এদিকে আলমিরন দাবি করেছেন, তিনি জানতেন না ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত ছিলেন। আলমিরনের আইনজীবী বলেন, 'আলমিরন তার সিনিয়রের পরামর্শ অনুযায়ী ম্যারাডোনাকে দেখভাল করেছেন। তাদের কথামত ম্যারাডোনাকে কোনো ধরনের বিরক্ত করেননি। আলমিরন তার সিনিয়রের কথা মেনে চলেছে।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]