করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৮ এএম, ১৬ জুন ২০২১
করোনায় আক্রান্ত কোপা আমেরিকার ৩১ খেলোয়াড়

কোপা আমেরিকার শুরু থেকেই চোখ রাঙ্গাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই পাওয়া যাচ্ছে নতুন নতুন খেলোয়াড় কিংবা কর্মীর আক্রান্তের খবর। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত ৩১ জন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০ জনের দেহেও অস্তিত মিলেছে এই ভাইরাসের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আক্রান্ত দশ কর্মীর সকলেই ব্রাজিল-ভেনেজুয়েলার ম্যাচে দায়িত্ব পালন করেন। ওই ম্যাচের আগে ভেনেজুয়েলার আট খেলোয়াড়সহ মোট ১২ জন এবং বলিভিয়ার তিন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর প্রকাশ পায় গণমাধ্যমে।

বর্তমানে ব্রাজিলের করোনা পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়তে তাদের অবস্থান। ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ লাখ মানুষ মারা গেছে দেশটিতে।

মূলত, কোপা আমেরিকার এবারের আসরটি হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। সরকারবিরোধী আন্দোলনের কারণে কলম্বিয়ায় হয়নি এবারের কোপা। আর করোনাভাইরাস পরিস্থিতি নাজুক থাকায় আর্জেন্টিনাকে বাদ দেয় কনমেবল।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

আই এম ফাইন : এরিকসন

আই এম ফাইন : এরিকসন

আন্তর্জাতিক মানের হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম

আন্তর্জাতিক মানের হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম

হতাশ মেসি, ঘুরে দাঁড়াতে চান স্কলানি

হতাশ মেসি, ঘুরে দাঁড়াতে চান স্কলানি

স্পেনকে রুখে পয়েন্টের ভাগ নিল সুইডেন

স্পেনকে রুখে পয়েন্টের ভাগ নিল সুইডেন