উয়েফা ইউরোতে ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন অচেতন হয়ে পড়েন। আপাতত এরিকসন স্থিতিশীল অবস্থায় রয়েছে। ফুটবল ভক্তদের এক বার্তায় এরিকসন জানান, তিনি সুস্থ আছেন।
মঙ্গলবার (১৫ জুন) এক বার্তায় এরিকশন নিজ দেশ ডেনমার্কের জন্যও শুভ কামনা জানান। একই সাথে তিনি জানান, আগের চেয়ে তিনি ভালো রয়েছেন। যদিও আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে তাকে।
এরিকসন তার বার্তায় বলেন, 'সারা বিশ্বের সকলে যেভাবে প্রার্থনা করেছে সে জন্য সকলকে ধন্যবাদ। সকলের এমন সাড়া আমার জন্য বিরাট পাওয়া। বর্তমান পরিস্থিতিতে আমি ভালো আছি। তবে আমাকে আরও কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।'
এরিকসন তার বার্তায় আরও লিখেন, 'ডেনমার্ক এর আগামী ম্যাচগুলোতে আমি ছেলেদের জন্য চিৎকার (সমর্থন) করতে পারব। ডেনমার্ক এর জন্য খেলো।'
শনিবার (১২ জুন) রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নেয়া হয় তাকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]