জাতিকে গর্বিত করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ এএম, ১৫ জুন ২০২১
জাতিকে গর্বিত করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু

ফিফা ২০২২ বিশ্বকাপ এবং এএফসসি এশিয়ান কাপ ২০২৩-এর যৌথ বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় তুলে জাতি গর্বিত করতে চান বাংলাদেশ ফুটবল দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মণ। পর পর দুই ম্যাচে হদুল কার্ড দেখায় ওমানের বিপক্ষে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ জুন) ওমানের বিপক্ষে মাঠে নামবে জালাম ভূঁইয়াকে ছাড়া বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটে কাতারে শুরু হবে এ ম্যাচ।

ওমানের বিপক্ষে ম্যাচের আগে সোমবার (১৪ জুন) সংবাদ সম্মেলনে কথা বলেন তপু বর্মণ এবং কোচ জেমি ডে। সেখানেই ওমানের বিপক্ষে ভালো খেলে জাতিকে গর্বিত করার কথা জানান তপু।

sportsmail24

বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচের মধ্যে আফগানিস্তাতের বিপক্ষে ড্র করলে ভারতের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তবে ওমানের বিপক্ষে ভালো করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মণ।

তপু বর্মণ বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষকে (ওমান) বেশ ভালো করেই জানি। তারা খুবই ভালো খেলে। তবে আমাদেরও নিজস্ব একটা গেম প্ল্যান আছে। আমার মনে হয়, আমরা প্রস্তুত। আমরা যথাসাধ্য চেষ্টা করবো এবং আমরা জাতিকে গর্বিত করতে চাই।’

মঙ্গলবার ওমানের বিপক্ষে ম্যাচে কার্ড জনিত সমস্যার কারণে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়াও  একই সমস্যার কারণে বিপলু আহমেদ এবং রহমত মিয়াও খেলবেন না। মাঠে খেলতে না পারলেও দলকে সমর্থন দেওয়ার জন্য গ্যালরিতে তারা উপস্থিত থাকবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সামনে ওমান বাধা, অনুশীলনে সতর্ক বাংলাদেশ

সামনে ওমান বাধা, অনুশীলনে সতর্ক বাংলাদেশ

তবুও এগিয়ে যেতে হবে, এটাই জীবন : জামাল ভূঁইয়া

তবুও এগিয়ে যেতে হবে, এটাই জীবন : জামাল ভূঁইয়া

ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

ওমানের বিপক্ষে জামালসহ তিন ফুটবলার ‘নিষিদ্ধ’

ভাগ্য খারাপ মোহামেডানের

ভাগ্য খারাপ মোহামেডানের