কাতারে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে মাঠে নামার আগে দলগত অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কাতার ইউনিভার্সিটি মাঠে দলের ফিট থাকা খেলোয়াড়দের নিয়ে চলছে এ অনুশীলন। মঙ্গলবার (১৫ জুন) নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। নিজেদের সেরাটা দিয়ে শেষটুকু ভালো করার ব্যাপারে আশাবাদী ফুটবলাররা।
ভারতের বিপক্ষে একাদশে থাকা চার ফুটবলারই খেলতে পারবে না ওমানের বিপক্ষে। কার্ডজনিত সমস্যায় ওমান ম্যাচে মাঠে নামা হবে না জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলুর। আর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলেন মিডফিল্ডার সোহেল রানা।
ওমান ম্যাচকে সামনে রেখে কাতারে বাংলাদেশ দল নিয়মিত সকালে জিম সেশন এবং বিকালে অনুশীলন চালিয়ে যাচ্ছে। জামাল ভূঁইয়ার পরিবর্তে তপু বর্মণ এর অধিনায়কত্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের।
এদিকে, ডেনমার্ক জাতীয় ফুটবল দল এর তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ান এরিকসনের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আবারও দ্রুত মাঠে ফিরবে এরিকসন এমনটাই প্রত্যাশা জাতীয় দলের খেলোয়াড়দের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]