দুর্দান্ত জয়ে কোপা আমেরিকা শুরু করলো ব্রাজিল। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলের ব্যবধানে হারেয় দিয়েছে তিতের দল। ম্যাচে মার্কিনিয়োস, নেইমার এবং গাব্রিয়েল বারবোসা একটি করে গোলে করেছেন।
ব্রাজিলে করোনার নাজুক পরিস্থিতি মাঝেই সকল শঙ্কা উড়িয়ে সোমবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৩টায় শুরু হয় এ ম্যাচ। শুধু তাই নয়, এর আগে ভেনেজুয়েলা আট খেলোয়াড়ও করোনা পজিটিভ ধরা পড়েছিল।
নিজেদের তুলনামূলক দুর্বল শক্তি নিয়ে মাঠে নানা ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ২৩তম মিনিটে দলকে এগিয়ে নেন মার্কিনিয়োস। এর আগে অবশ্য ১১তম মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল।
২৩তম মিনিটে নেইমারের কর্নার কিক থেকে গোল লাইনের সামনে বল পেয়ে বুদ্ধিদীপ্ত টোকায় মার্কিনিয়োস জাল পাঠান বল। এর দুই মিনিট গোল করেছিলেন রিশার্লিসন। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। এর ফলে চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর টানা তিন ম্যাচেই গোল পেলেন নেইমার।
দুই গোলে এগিয়ে যাওয়া ব্রাজিল ব্যবধান আরও বাড়ায় ৮৯তম মিনিটে। ডি-বক্স থেকে বুক দিয়ে ফাঁকা জালে বল পাঠান বারবোসা। নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]