ব্রাজিলে শুরু হচ্ছে লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। বিশ্বের জনপ্রিয় দুইটি দল আর্জেন্টিনা ও ব্রাজিল খেলে থাকে এই আসরে। আর তাই ফুটবল ভক্তদের আলাদা নজরও থাকে কোপা আমেরিকার উপর। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ১৪ জুন (সোমবার) রাত ৩টায় চিলির বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
১৪ বারের কোপা জেতা আর্জেন্টিনা মাঠে নামতে অনেক সময় বাকি থাকলেও ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে আর্জেন্টিনার প্রথম ম্যাচের একাদশ। সাধারণত দলগুলো নিজেদের একাদশের কথা বাইরে প্রকাশ করতে চাই না। তবে, সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার কোচ নিজেই বলে দিয়েছিলেন তার দলের একাদশ।
এবার স্বয়ং কোচ না বললেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে জানিয়েছে, প্রথম ম্যাচে নিজেদের সবশেষ ম্যাচের একাদশই নামাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মুন্ডোর প্রতিবেদন বলা হয়েছে, দলের মূল গোলরক্ষক ফ্রাংকো আরমানি করোনা থেকে সেরে উঠলেও তাকে আপাতত
প্রথম ম্যাচে নামানো হচ্ছে না। আগের ম্যাচের গোলরক্ষক নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।
এদিকে, ক্রিশ্চিয়ান রোমেরো এখনও পুরোপুরি সেরে না উঠায় তার পরিবর্তে দলে দেখা যেতে পারে অন্য কাউকে।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গনজালেজ, মার্টিনেজ কোয়ারতা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]