উয়েফা ইউরোতে ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন অচেতন হয়ে পড়েন। আপাতত এরিকসন স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে খবর গণমাধ্যমে। তবে, শঙ্কা জেগেছে তার ফুটবল ক্যারিয়ার নিয়ে।
শনিবার রাতে ফিনল্যান্ড বনাম ডেনমার্কের ম্যাচে হঠাৎ মাঠের মধ্যে পড়ে যান এরিকসন। মাঠের মধ্যে ১০ মিনিট চিকিৎসা করার পর হাসপাতালে নেয়া হয় তাকে। জ্ঞান ফিরলেও কী কারণে তিনি পড়ে গিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়।
ধারণা করা হচ্ছে হৃদরোগের কোনো সমস্যার কারণে এমন ঘটেছিল। মাঠের মধ্যেই তাকে সিপিআর দিয়েছিলেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কায়ের।
যদি হৃদরোগের কোন সমস্যা হয়ে থাকে তবে এরিকসনের ইতালির লিগের ক্যারিয়ার শেষ বলা ই চলে। কারণ, হৃদরোগের সমস্যা থাকলে ইতালিতে ফুটবল খেলা নিষিদ্ধ। এরিকসন ইতালির ক্লাব ইন্টার মিলানে খেলেন। যদি হৃদরোগের কোনো সমস্যা ধরা পড়ে তাহলে হয়তো আর তাকে ইতালির লিগে দেখা যাবে না।
হৃদরোগ বিশেষজ্ঞ স্কট মারে বলেন, 'ওর ক্যারিয়ার শেষ বলেই মনে হচ্ছে। ইতালির আইন অনুযায়ী কোন খেলোয়াড়ের হৃদরোগ থাকলে তাকে খেলায় অংশগ্রহণ করতে দেয়া হয়না।'
তবে মারে জানান, পুরো ব্যাপারটি জানা যাবে ইসিজি করার পর। দীর্ঘ ১১ বছরের ফুটবলীয় ক্যারিয়ারে এরিকসনের এমন কোন সমস্যা ছিল না। তবে আকস্মিক এমনটা কেনো হলো সেটা জানার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]