তুরস্ককে হারিয়ে ইউরোতে ইতালির শুভযাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ পিএম, ১২ জুন ২০২১
তুরস্ককে হারিয়ে ইউরোতে ইতালির শুভযাত্রা

উয়েফা ইউরোপা লিগ উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নিজেদের যাত্রা শুভ করলো ইতালি। তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ইতালি। যা ইউরোর ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।

শুক্রবার (১১ জুন) দিনগত রাতে (বাংলাদেশ সময়) মাঠে গড়ায় উয়েফা ইউরোপা লিগ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালি। পুরো খেলায় ইতালির উপর তেমন চাপ তৈরি করতে পারেনি তুরস্ক।

ম্যাচে তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৩তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর আরও তেতে উঠে ইতালি। ৬৬ এবং ৭৯তম মিনিটের বাকি দুটি গোল করেন যথাক্রমে চিরো ইম্মোবিলে ও লরেন্সো ইনসিনিয়ে।

আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে কোন গোল করতে পারেনি ইতালি। গোলবারে ১৪টি শটের মধ্যে তিনটি গোলের লক্ষ্যে হলেও তা প্রতিহত করে তুরস্কের গোলরক্ষক। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
sportsmail24
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোল পেতে বেশি দেরি হয়নি ইতালির। যদিও নিজেদের জালে বল পাঠিয়ে দেয় তুরস্ক। ডি-বক্সে ডান দিকে সতীর্থের উদ্দেশে বল বাড়িয়েছিলেন দমিনিকো বেরার্দি। তবে সেটি গোলমুখে থাকা ডিফেন্ডার দেমিরালের শরীরে লেগে গোলে পরিণত হয়।

আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর তুরস্কের সীমানায় ভীতি ছড়ায় ইতালি। একের পর এক আক্রমণ করতে থাকে। তার ফলও পেয়ে যায় ৬৬তম মিনিটে। বেরার্দির বাড়ানো বলে স্পিনাজ্জোলারের শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক। ফলে বিনা বাধায় ঠিকানা খুঁজে নেন লাৎসিও ফরোয়ার্ড ইম্মোবিলে।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান আরও বাড়ান লরেন্সো ইনসিনিয়ে। ম্যাচের ৭৯তম মিনিটে ডি-বক্সে বাঁ দিক থেকে কোনাকুনি জোরালো শটে বল জালে পাঠান তিনি। এরপর আর কোন গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাগে ইতালি।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকা আয়োজনে আদালতের অনুমিত পেল ব্রাজিল

কোপা আমেরিকা আয়োজনে আদালতের অনুমিত পেল ব্রাজিল

কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াডে দুই চমক

কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াডে দুই চমক

এক নজরে ইউরোর সূচি

এক নজরে ইউরোর সূচি

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

মাসিক বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা