কোপা আমেরিকায় ব্রাজিল দল খেলবে কিনা তা নিয়ে ছিল বেশ সংশয়। তবে সংশয় কাটিয়ে উঠে দলও ঘোষণা করেছিল ব্রাজিল। বিশ্ববাসীর নজরে ছিল আর্জেন্টিনার স্কোয়াড। অপেক্ষার ইতি ঘটিয়ে শেষ পর্যন্ত কোপা আমেরিকার জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। দুই চমক নিয়েই দল ঘোষণা করেছেন তিনি।
কোপা আমেরিকার আগে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়েছিল ল্যাটিন আমেরিকা অঞ্চলের দলগুলো। ধারণা করা হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াড ঠিক রাখবেন লিওনেল স্ক্যালোনি। শুধু করোনার আক্রমণ থেকে সেরে উঠায় দলে ফিরবেন ফ্র্যাঙ্কো আরমানি। না, আরমানির পাশাপাশি আরও দুই জনকে দলে ডেকেছেন কোচ। দল থেকে বাদ পড়েছেন চারজন।
আর্জেন্টিনা স্কোয়াড-
গোলরক্ষক
ফ্র্যাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো।
ডিফেন্ডার
গনজালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্তিনেজ, হেরমান পেজ্জেলা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো।
মিডফিল্ডার
মার্কোস আকুনইয়া, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল প্যালাসিওস, গিদো রদ্রিগেজ, নিকলাস ডমিঙ্গেজ, আলেহান্দ্রো গোমেজ।
ফরোয়ার্ড
লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ, লাওতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো, আনহেল কোরেয়া, আনহেল ডি মারিয়া, হোয়াকিন কোরেয়া, লুকাস আলারিও।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]