কোপা আমেরিকার শুরুর আগেই খারাপ খবর পেল ল্যাটিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কোপা আমেরিকা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে স্পন্সর প্রতিষ্ঠান মাস্টার কার্ড এবং আমবেভ।
মাস্টার কার্ড যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সেবা প্রতিষ্ঠান আর আমবেভ ব্রাজিলের পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। করোনা মহামারির কারণে আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকার ভেন্যু পরিবর্তন করে ব্রাজিলে নেওয়া হয়। এরপরেই স্পন্সর হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো প্রতিষ্ঠান দুইটি।
মাস্টার কার্ড এক বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের এ করোনা পরিস্থিতির মধ্যে সেখানে অনুষ্ঠিত কোপা আমেরিকায় তারা কোনো স্পন্সরশিপ রাখবে না। এর অর্থ কোপা আমেরিকা ব্রাজিলে অনুষ্ঠিত হলে কোনো স্টেডিয়াম কিংবা কোপা আমেরিকা সম্পর্কিত জায়গায় বিজ্ঞাপণ প্রদর্শন করবে না।
১৯৯২ সাল থেকে কোপা আমেরিকাকে স্পন্সর করে যাচ্ছে মাস্টার কার্ড। এবারই এ রকম সিদ্ধান্ত নিল তারা।
ব্রাজিলিয়ান পানীয় নির্মান প্রতিষ্ঠান আমবেভও একই কারণে কোপা আমেরিকা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। তবে তারা বিবৃতিতে জানিয়েছে কোপা আমেরিকা থেকে সরে গেলেও ব্রাজিল ফুটবল দলের সাথে থাকবে তারা।
করোনা মহামারির সংকটময় অবস্থায় কোপা আমেরিকা ব্রাজিলে আয়োজন করতে সম্মত হওয়ায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে কোপার আয়োজন ঝুলে আছে ব্রাজিলের সুপ্রিম কোর্টের উপর।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]