কাতারে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাতার ইউনিভার্সিটি মাঠে কাতারের স্থানীয় সময় বিকেলে নিজেদের প্রস্তুত করছে জেমি ডে'র শিষ্যরা। ভারতের চেয়েও এই ম্যাচ আরও কঠিন হবে বলে মনে করেন ফুটবলাররা।
ভারতের বিপক্ষে একাদশে থাকা চার ফুটবলারই খেলতে পারবে না ওমানের বিপক্ষে। কার্ডজনিত সমস্যায় ওমান ম্যাচে মাঠে নামা হবে না জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলুর। আর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলেন মিডফিল্ডার বসুন্ধরা কিংস।
দলের মূল খেলোয়াড়দের ছাড়া শক্তিশালী ওমানের বিপক্ষে কতটুকু লড়তে পারে বাংলাদেশ সেটিই দেখার বিষয়। দলের তিন গোলকিপার বাদে অবশিষ্ট ১৭ জন থেকেই কোচকে বেঁছে নিতে হবে সেরা একাদশ। তাছাড়া ৫টি সাবস্টিটিউট থাকায় বলতে গেলে ওমানের বিপক্ষে ১-২ জন বাদে সবারই মাঠে নামার সম্ভাবনা রয়েছে।
১৭ই জুন কাতারের মাঠে ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জামাল ভূঁইয়ার অনুপস্থিতে সেদিন অধিনায়কের দায়িত্ব পালন করবেন তপু বর্মণ এমনটাই শোনা যাচ্ছে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]