ইউরোর আগে করোনা যেন পিছু ছাড়ছে না স্পেন দলের। অধিনায়ক সার্জিও বুস্কেটসের পর এবার করোনায় আক্রান্ত হলেন স্প্যানিশ ডিফেন্ডার দিয়েগো ইয়োরেন্তো। করোনা আক্রান্ত হওয়ায় ক্যাম্প ছেড়েছেন বুস্কেটস এবং ইয়োরেন্তো।
গত সপ্তাহে পর্তুগালের বিপক্ষে ম্যাচের পর নিয়মিত করোনা পরীক্ষায় পজেটিভ আসেন স্প্যানিশ অধিনায়ক সার্জিও বুস্কেটস। এরপর থেকেই পুরো স্কোয়াডকে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশনে থাকাকালীন করোনা আক্রান্ত হলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তো।
আরও পড়ুন: ইউরোর আগে করোনায় আক্রান্ত বুস্কেটস
করোনা আক্রান্ত হওয়ার পর জাতীয় দলের ক্যাম্প থেকে চলে গিয়েছেন বুস্কেটস এবং ইয়োরেন্তো। তাদের পরিবর্তে নতুন ছয়জনকে দলে ডেকেছেন স্পেন কোচ লুই এনরিকে।
আইসোলেশনে থাকা অবস্থায় সব ফুটবলাররা আলাদাভাবে প্রস্তুতির সুযোগ পাচ্ছে। সোমবার ( ১৪ মে) সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে স্পেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]