বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ ফুটবল দল। ওই হারের পর হেড কোচ জেমি ডে’র সঙ্গে কাঠগড়ায় অধিনায়ক জামাল ভূঁইয়া। পাশ্ববর্তী দেশ ভারতের বিপক্ষে হার নিয়ে হতাশ জামাল ভূঁইয়াও। তবে এখানেই থেমে যেতে চান না তিনি। তার ভাষায়, ‘তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং এটাই জীবন।’
গুঞ্জন উঠেছে জামাল ভূঁইয়া অধিনায়কত্ব হারাতে পারেন। অবশ্য তার আগেই অন্য কারো নেতৃত্ব পরগ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কারণ, ১৫ জুন ওমানের বিপক্ষে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।
বুধবার (৯ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জামাল ভূঁইয়া লিখেন, ‘প্রত্যাশিত ফলাফল ও নৈপুণ্য অর্জিত না হওয়ায় আমরা সবাই হতাশ। আমরা চাইলে সমালোচনা করতে পারি ম্যাচে কি উচিত হয়নি আমাদের এবং এটাই স্বাভাবিক যখন প্রতিপক্ষ আচমকাই ৭৯ মিনিটে গোল দিয়ে বসে, যা খুব হতাশার।’
ওমানের বিপক্ষে কোচ জেমি ডে’র কপালে চিন্তার ভাঁজ। কারণ, অধিনায়ক জামাল ভূঁইয়া ছাড়াও একাদশের নিয়মিত ফুটবলার মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়াকে পাওয়া যাচ্ছে না। তিনজনই দুই হলুদ কার্ডের জন্য পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ।
জামাল ভূইয়া আরও বলেন, ‘তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং এটাই জীবন। আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি, যা আমার ভাষায় বোঝানো কঠিন। নিশ্চয় কঠোর পরিশ্রম করলে আমাদের সময় আসবেই, ইনশাআল্লাহ।’
এদিকে, জামাল ভূঁইয়াসহ নিয়মিত তিনজনকে না পাওয়া মিডফিল্ডার মাসুক মিয়া জনির খেলার সম্ভাবনা রয়েছে। ফলে ওমানের বিপক্ষে একাদশে ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে চারটি পরিবর্তন আসতে পারে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]