করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ৩য় বিভাগ ফুটবল লিগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। বৃহস্পতিবার (১০ জুন) থেকে ৩য় বিভাগ ফুটবল লিগের ম্যাচগুলো ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাসের ২য় ধাপের কঠোর লকডাউনের পূর্বে স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার লিগ, নারী লিগ, চ্যাম্পিয়নশীপ লিগ ও ৩য় বিভাগ ফুটবল লিগ চলছিল। তবে, মাঝপথে সরকারের সিদ্ধান্তে স্থগিত করা হয়েছিল সকল খেলা।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নারী লিগ, প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশীপ লিগ মাঠে গড়ালেও বন্ধ ছিল ৩য় বিভাগ ফুটবল লিগ। অবশেষে ৩য় বিভাগের ফুটবলারদের অপেক্ষার প্রহর শেষ হলো।
১০ জুন দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থা ও শান্তিনগর ক্লাব। একই দিন বেলা ২টায় ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আরাফ স্পোর্টিং ক্লাব।
৩ দিন বিরতির পর ১৩ তারিখ সকাল ১০টায় রেইনবো অ্যাথলেটিক ক্লাবের প্রতিপক্ষ আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থা। একই দিন দুপুর ১২টায় জাহিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ চকবাজার ইউনাইটেড ক্লাব এবং বেলা ২টায় আসাদুজ্জামান ফুটবল একাডেমি লড়বে শান্তিনগর ক্লাবের বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]