মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০৯ জুন ২০২১
মেয়েদের এক ম্যাচে বসুন্ধরা কিংসের ২০ গোল

মেয়েদের ঘরোয়া ফুটবল লিগের চলমান আসরে বসুন্ধরা কিংসের সর্বোচ্চ গোলের জয় ছিল ১৪-১ ব্যবধানে। তবে এবার সেটিও ছাড়িয়ে গেল মেয়েদের ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য দলটি। নাসরিন স্পোর্টস একাডেমিকে তারা হারিয়ে দিয়েছে ২০-০ গোলের ব্যবধানে।

মঙ্গলবার (৯ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টা এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে কোন পাত্তাই পায়নি নাসরিন স্পোর্টস একাডেমি। নিজেরা কোন গোল করতে না পারলেও একে একে হজম করেছে ২০ গোল!

ম্যাচের প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাকি ১৩টি গোল আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচে সর্বোচ্চ ৬টি করে গোল করেছেন কৃষ্ণা রানী সরকার ও সাবিনা খাতুন। এছাড়া ঋতুপর্ণা চাকমা ৩টি, মনিকা চাকমা দুটি এবং সানজিদা ও শামসুন্নাহার একটি করে গোল করেছেন। বাকি একটি গোল এসেছে নাসরিনদের আত্মঘাতী থেকে।

বসুন্ধরা কিংসের পক্ষে ৩, ১২, ৫৩, ৬১, ৮৭ ও ৮৮ মিনিটে গোল করেন শ্রীমতি কৃষ্ণ রানি সরকার। ২৮, ৩০, ৩৩, ৪৭, ৫৫ ও ৮৪ মিনিটে ছয়টি গোল করেন সাবিনা খাতুন।

এছাড়া ঋতুপর্নার পা থেকে ৫, ১৪ ও ৮৬ মিনিটে তিনটি, মনিকা চাকমার পা থেকে ৯০ ও ৯০+১ মিনিটে দু’টি, সানজিদা আক্তার ও শামসুন্নাহার ৭৯ ও ৯০+৪ মিনিটে একটি করে দু’টি এবং কুমারী সুমি রানী ৮৩ মিনিটে আত্মঘাতি গোল করেন।

চলতি লিগে সর্বোচ্চ ১৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছিল বসুন্ধরা কিংস। পুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এ জয় পেয়েছিল বসুন্ধরা কিংসের মেয়েরা। এবার সেটিকেও টপকে গেল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]  



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

ব্রাহ্মণবাড়িয়ার জালে বসুন্ধরা মেয়েদের ৬ গোল

ব্রাহ্মণবাড়িয়ার জালে বসুন্ধরা মেয়েদের ৬ গোল

দেশীয়রাই জেতালো বসুন্ধরাকে

দেশীয়রাই জেতালো বসুন্ধরাকে

৩ ফুটবলারকে সংবর্ধিত করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া

৩ ফুটবলারকে সংবর্ধিত করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া