ইউরো শুরুর আগে বড়সড় এক ধাক্কা খেলে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন মিডফিল্ডার ডনি ভ্যান ডি বিক। মঙ্গলবার (৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ডাচ ফুটবল ফেডারেশন।
সদ্য শেষ হওয়া মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা ভালো কাটেনি ডি বিকের। এ মৌসুমের আগে আয়াক্স ছেড়ে ইংলিশ ক্লাব ইউনাইটেডে আসেন ডি বিক। ম্যানইউয়ের হয়ে মৌসুমে মাত্র ৩৬ ম্যাচে সুযোগ হয়েছিল তার। এর মধ্যে শুরুর একাদশে ছিলেন মাত্র ১৫ ম্যাচে। আর মৌসুমে গোল এবং অ্যাসিস্ট করেছেন মোটে দুটি।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ একটি মৌসুম কাটানোর পরও নেদারল্যান্ডসের ইউরোর দলে সুযোগ পেয়েছিলেন ডি বিক। কিন্তু ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে তাকে। কিসের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তিনি তা নিশ্চিত করেনি ডাচ ফুটবল ফেডারেশন। তবে সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী কুঁচকির চোটে পড়েছেন তিনি।
ভ্যান ডি বিকের পরিবর্তে এখনও কাউকে দলে ডাকেনি ডাচ বস ফ্র্যাঙ্ক ডি বোর। রোববার (১৩ জুন) ইউক্রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশনে নামবে নেদারল্যান্ডস। এবারের আসরে ডি গ্রুপে আছে নেদারল্যানস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]