আফগানিস্তানের বিপক্ষে ড্র করে যখন খুশিতে ভাসছিল ফুটবলাররা, ঠিক তখনই এসেছিল দুঃসংবাদ। ইনজুরিতে পড়ে বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচ খেলা হচ্ছে না অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানার। রানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করেছিল বাফুফে। তবে শেষ পর্যন্ত তাকে দেশে পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
পুনরায় টেস্ট করানোর পর ডাক্তাররা তাকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকার নির্দেশ দেন। ফলে মঙ্গলবার (৮ জুন) দেশের বিমান ধরবেন তিনি। সোহেল রানার পরিবর্তে ২৩ সদস্যের দলে ডুকেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
এদিকে, বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। র্যাংকিং ব্যবধানে দুই দলের পার্থক্য অনেক থাকলেও ভারতের বিপক্ষে পয়েন্ট পাওয়ার আশায় ফুটবলাররা। নিজেদের সেরা খেলাটা খেললে ভারতের বিপক্ষে জয় অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের ফুটবলাররা। সোমবার (৭ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারে মুখোমুখি হবে এই দুই দল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]