ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা নিয়ে তৈটি হয়েছে বেশ অনিশ্চয়তা। ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্রাজিলের ফুটবলাররা কোপা আমেরিকা বর্জন করতে পারে। তবে, এ সিদ্ধান্তকে সমর্থন করবে না আর্জেন্টিনা এবং উরুগুয়ে।
শোনা যাচ্ছে, বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসির সাথে লুইস সুয়ারেজের কথা হয়েছে। এতে কোপা আমেরিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা। সেখানেই সুয়ারেজ জানিয়েছেন ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকা নিয়ে কোনো বিরোধিতা করবেন না তারা।
নিজেদের দেশের ড্রেসিংরুমে লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির বেশ প্রভাব রয়েছে। তাদের কথা জাতীয় দল সতীর্থরা বেশ ভালো ভাবেই মানেন তাই তাদের কথায় ধারণা করা হচ্ছে, দুই দলই কোপা আমেরিকায় থাকছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের সেরা রোবেন দিয়াজ
ব্রাজিলের অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকায় অংশ নিতে সব দলকেই অনুরোধ করেছে সে দেশের ফুটবল কনফেডারেশন। ব্রাজিলিয়ান ফুটবলারদের ধারণা এ সময়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হলে, তাদের উপর এর দায় আসতে পারে। এ কারণে কোপা আমেরিকা বর্জনের পক্ষে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]