দলবদলের গুঞ্জনে আবারও নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৭
দলবদলের গুঞ্জনে আবারও নেইমার

অনেক স্বপ্ন নিয়ে ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিল সুপারস্টারকে দলে টেনেছিল ফ্রান্সের শীর্ষ ক্লাবটি।যে যত যাই বলুক না কেন, ফরাসি ক্লাব পিএসজিতে নেইমারের সুন্দর সময়গুলো দ্রুতই শেষ হয়ে গেছে। সতীর্থদের সঙ্গে বিবাদের পাশাপাশি কোচ উনাই এমেরির সঙ্গেও তার সম্পর্ক মোটেও ভালো নয়। এই সুযোগটাই কাজে লাগাতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ!

তার মানে আবারও স্প্যানিশ লিগেই ফিরছেন নেইমার? আগামী জানুয়ারিতে দলবদলের বাজারেই হয়তো নেইমারকে দলে টানার চেষ্টা করবে রিয়াল। এবার ব্রাজিল সুপারস্টারের পেছনে অর্থ ঢালতে প্রস্তুতি নিচ্ছে রিয়ালমাদ্রিদ। বিশাল অংকের অর্থের বিনিময়ে হলেও সাদা জার্সিতে নেইমারকে তাদের চাই।

নেইমারকে দলে ভেড়ানোর এই কর্মযজ্ঞও নাকি অনেকদূর এগিয়ে গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যলন বলছে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যে নাকি পিএসজির জন্য প্রস্তাবও সাজিয়ে ফেলেছেন।

যদি  এই ট্রান্সফার হয়; তাহলে ব্রাজিল সুপারস্টারের দাম উঠতে পারে ৪০০ মিলিয়ন ইউরো! এই মাথা খারাপ করা টাকার অংকেও পিছু হঠছে না রিয়াল। নেইমারকে পেতে প্রয়োজনে টনি ক্রুজ আর গ্যারেথ বেলকে বিনামূল্যে পিএসজিকে দিয়ে দেবে তারা!

পিএসজিতে আসার আগে এতদিন ক্যাম্প ন্যু তে লিওনল মেসির সতীর্থ ছিলেন নেইমার। এবার যদি  রিয়ালে যান তিনি; তবে সতীর্থ হিসেবে পাবেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার মানে আরও একজন সুপারস্টারের ছায়াতলে যাবেন ২৬ বছর বয়সী নেইমার।  রিয়াল সভাপতি পেরেজ আরও বলেছেন, সবকিছু মিলিয়ে যদি আগামী মৌসুমে সম্ভব না হয়; নেইমারের জন্য পরবর্তী মৌসুমগুলোতেও চেষ্টা অব্যাহত থাকবে রিয়ালের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন

লজ্জার রেকর্ড, ফুটবলকে বিদায় বললেন বুফন

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ইতালি

রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ইতালি

উত্তর আয়ারল্যান্ডের স্বপ্ন ভঙ্গ, বিশ্বকাপে সুইজারল্যান্ড

উত্তর আয়ারল্যান্ডের স্বপ্ন ভঙ্গ, বিশ্বকাপে সুইজারল্যান্ড

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল

আঙুল তোলার আগে চলে যেতে চাই : আজমল