ধারে পাঠানো ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন রয়্যালকে ফিরিয়ে আনলো বার্সেলোনা। দুর্বল ডিফেন্সকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রিয়াল বেতিস থেকে তাকে ফিরিয়ে আনে কাতালানরা। প্রায় দুই বছর আগে এমারসন রয়্যালকে কিনেছিল রিয়াল বেতিস ও বার্সেলোনা। যেখানে চুক্তিপত্রে উল্লেখ ছিল যে, দুই বছর পর বার্সেলোনা চাইলে তাকে ৯০ লাখ ইউরো দিয়ে কিনতে পারবে। সেই চুক্তি অনুযায়ী বেতিস থেকে তাকে বার্সেলোনায় নিয়ে আসা হয়।
সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সেলোনার ডিফেন্সের দুর্বলতা সকলের চোখে পড়ে। ডিফেন্স দুর্বলতায় বাজে ভাবে হারতে হয়েছিল বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের কাছেও। আর তাই এবার শুরু থেকেই ডিফেন্ডার কিনে দলের দুর্বলতা দূর করার চেষ্টায় কাতালানরা। ইতিমধ্যেই আরেক ডিফেন্ডার গারসিয়াকেও দলে ভিড়িয়েছে তারা।
শুধু এমারসনই নয়, আরও কিছু নতুন খেলোয়াড় আনার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে এরিক গার্সিয়া ও সার্জিও আগুয়েরোকে। দু-একদিনের মধ্যে চুক্তির টেবিলে বসবেন লিভারপুলের আরেক তারকা উইজনালডাম। চেষ্টা চলছে ডাচ সেনসেশন দেপাইকে আনার। যদিও তার আসা অনেকটাই নির্ভর করছে বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের থাকা-না থাকা নিয়ে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]