কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো এবারের আসর যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক কারণে কলম্বিয়া থেকে সরিয়ে একক ভাবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে আর্জেন্টিনা থেকেও সরে গিয়েছে কোপা আমেরিকা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। তবে এ সিদ্ধান্তে খুশি নন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি করোনা সংক্রমিত দেশ ব্রাজিল। এমনকি সারা বিশ্বজুড়ে করোনা সংক্রমণে দুই নম্বরে অবস্থান করছে ব্রাজিল। এ অবস্থার মধ্যেই কোপা আমেরিকা আয়োজনে সম্মত হয়েছে ব্রাজিল। তাই এ আয়োজনে খুশি হননি তারা।
ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে সংবাদ সন্মেলেন আসেননি অধিনায়ক ক্যাসিমিরো। ব্রাজিল বস তিতে জানান, শেষ সময়ে ব্রাজিলে কোপা আমেরিকা সরিয়ে নেওয়া বেশ অসন্তুষ্ট ফুটবলাররা। এ কারণেই সংবাদ সন্মেলনে আসেননি ক্যাসিমিরো।
ব্রাজিলের ফুটবলারা কনফেডারেশন সভাপতি রোজারিও কাবোকলোর সাথে কথা বলছেন। ‘উপযুক্ত সময়ে’ তাদের আলোচনার বিষয়বস্তু সামনে আসবে বলে জানা গেছে।
আরও পড়ুন: নেইমারকে কোপায় খেলতে না করলেন ব্রাজিলিয়ান সিনেটর
বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে ব্রাজিল এবারের কোপা আমেরিকা খেলবে না। এ বিষয়ে কোচ তিতে বলেন, ‘ফুটবলাররা তাদের মতামত জানিয়েছে। সঠিক সময়ে এ বিষয়ে সবকিছু সবার সামনে তুলে ধরা হবে। এ কারণেই ক্যাসিমিরো আজকের সংবাদ সন্মেলনে আসেনি।’
কোপা আমেরিকার নতুন আয়োজক হিসেবে ব্রাজিলের নাম ঘোষণার পর থেকে কোনো ফুটবলার সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি। এ বিষয়ে কোচ তিতে জানান, খেলোয়াড়রা সবাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছে। বিশ্বকাপ বাছাইয়ে দুইটি ম্যাচ আছে, এ ম্যাচগুলো জেতা বেশ গুরুত্বপূর্ণ।
করোনা মহামারীর জন্য ব্রাজিলে ইতিমধ্যে ৪ লক্ষ মানুষ মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চলতি মাসের শেষের দিকে করোনার তৃতীয় ঢেউ ব্রাজিলে আঘাত হানতে পারে। এর মধ্যে কোপা আমেরিকা আয়োজন সঠিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]