আওয়ামী লীগ সরকারের অধীনে তৃতীয়বারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য আলাদা করে অর্থ বরাদ্দের আবেদন করেছে বাফুফে। এর আগে ২০১৯-২০ অর্থ বছরে বাজেট থেকে ২০ কোটি টাকা বরাদ্দ পেয়েছিল বাফুফে।
মাস দুয়েক আগেই এই অর্থ বরাদ্দের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর আবেদন করেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
ইতিমধ্যেই নতুন অর্থ বছরে অর্থ বরাদ্দ পেলে কোন কোন খাতে তা ব্যয় করবে বাফুফে তার তালিকা পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। একই সাথে আগের বার ২০ কোটি টাকা বরাদ্দ দেয়ার মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাফুফে সভাপতি।
বিশেষ সূত্রে জানা যায়, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, স্বাধীনতা কাপ, প্রথম বিভাগ ফুটবল লিগ, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ, তৃতীয় বিভাগ ফুটবল লিগ, পাইওনিয়ার ফুটবল লিগ, জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা, মহিলা ফুটবলসহ প্রায় ২২টি খাত দেখিয়ে সরকারের কাছে অর্থ বরাদ্দ চেয়েছে বাফুফে।
বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে এবং মানবৃদ্ধি করতে ৫০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন বাফুফে সভাপতি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]