দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ ফুটবল দলের খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ০৩ জুন ২০২১
দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ ফুটবল দলের খেলা

ছবি : বাফুফে

কাতার-২০২২ ফিফা বিশ্বকাপ এবং চায়না-২০২৩ এএফসি এশিয়ান কাপের অন্তভুক্ত ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (৩ জুন) কাতারে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। ম্যাচটি দেশের দুটি টিভি চ্যানেল সরাসরি দেখাবে।

কাতারে জামাল ভূঁইয়াদের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় (কাতারে বিকেল ৫টা) শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস এবং গাজী টিভি।

নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার (২ জুন) কাতার সময় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে দেড়টা) টিম হোটেলে জিম সেশন করেছেন জামাল ভূঁইয়া।

এছাড়া বিকেলে নিজেদের মধ্যে প্র্যাকটিস করছে বাংলাদেশ ফুটবল দল। কাতার ইউনিভার্সিটি মাঠে এ অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একই সাথে একই সাথে মাঠের মূল লড়াইয়ে নামার আগে সকলের করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

নির্ধারিত দিনের ২ দিন আগেই শুক্রবার (২৮ মে) কাতারের উদ্দেশে দেশ ছাড়েছেন জামাল-জিকু-তপুরা। সৌদি আরব যাত্রা স্থগিত হওয়ায় দেশেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে দেশ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। সেখানে পৌঁছে করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ হয়ে মাঠের অনুশীলনে ফিরেন জামাল ভূঁইয়ারা।

বৃহস্পতিবার (৩ জুন) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পার্শ্ববতী দেশটির বিপক্ষে ৭ জুন (সোমবার) মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসি কাপের নতুন সূচিতে খুশি বসুন্ধরা কিংস

এএফসি কাপের নতুন সূচিতে খুশি বসুন্ধরা কিংস

আফগান আক্রমণ সামলাতে বাংলাদেশের গোলপোস্টে কে?

আফগান আক্রমণ সামলাতে বাংলাদেশের গোলপোস্টে কে?

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের