চলতি মাসেই বার্সেলোনার সাথে শেষ হচ্ছে মেসির চুক্তি। এখনও নতুন করে মেসি চুক্তি না করায় ফুটবল ভক্তদের মনে ধোঁয়াশা ছিল শেষ পর্যন্ত মেসি বার্সেলোনায় থাকবে কিনা তা নিয়ে। মেসি এবং বার্সেলোনা ভক্তদের জন্য সুখবরই দিয়েছে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বার্সা প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, মেসির সাথে ইতিবাচক আলাপ হয়েছে তাদের।
গত মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিল মেসি। কিন্তু আইনি জটিলতায় সেবার তা পারেনি। চলতি মৌসুমেও নতুন করে চুক্তি না করায় ভক্তদের মনে তাই আরও বেশি প্রশ্ন জেগেছিল মেসির থাকার ব্যাপারে। তবে, দ্বিতীয় দফায় সভাপতি হয়েই হুয়ান লাপোর্তা ঘোষণা দিয়েছিলেন মেসিকে ধরে রাখবেন তিনি।
আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না আসলেও বার্সা প্রেসিডেন্ট আভাস দিয়েছেন নতুন চুক্তির ব্যাপারে মেসির সাথে ইতিবাচক কথা হয়েছে তাদের। আরও বিস্তারিত কথা বলার পর অফিশিয়াল ঘোষণা আসবে বলেও জানান তিনি।
হুয়ান লাপোর্তা বলেন, ' নতুন চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে আমাদের আলোচনা সফলভাবে এগিয়ে চলছে।' তিনি আরও জানান, শুধু মেসি নয় আরও কিছু নতুন মুখ দেখা যাবে এবার বার্সেলোনা দলে।
তিনি আরও বলেন, 'আমাদের মধ্যে আলোচনা ইতিবাচক ভাবেই এগিয়ে চলছে। এই আলোচনায় অডিট রিপোর্ট এর কোন প্রভাব পড়বে না।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]