নারী ফুটবল লিগে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে ৩-০ গোলে পরাজিত করেছে আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি। দলটির হয়ে গোল করেন মার্জিয়া, রিপা এবং রানি।
মঙ্গলবার (১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় জামালপুর কাঁচারিপাড়া একাদশ এবং আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি। ম্যাচের ১১ মিনিটের সময় মার্জিয়ার গোলে এগিয়ে যায় আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি।
প্রথম গোলের ১৩ মিনিট পর আবারও গোল করেন রিপা। রিপার গোলে আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি ২-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে আর ঘুড়ে দাড়াতে পারেনি জামালপুর কাঁচারিপাড়া একাদশ। উল্টা ৬৪ মিনিটে তৃতীয় গোল করে বসেন আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসির রানি। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আতাউর রাহমান ভূঁইয়া কলেজ এসসি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]