ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারও রিয়ালে ফিরলেন কার্লো আনচেলেত্তি। তিন বছরের চুক্তিতে রিয়ালের ডাগ আউটে দেখা যাবে তাকে।
রিয়ালের আগে দায়িত্বে ছিলেন ইংলিশ ক্লাব এভারটনে। ২০২৩ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মেয়াদ পূর্ণ করার আগেই ব্যার্নাব্যুতে ফিরছেন আনচেলত্তি। এখানে তিন বছরের চুক্তিতে ২০২৪ সাল পর্যন্ত থাকবেন তিনি।
কার্লো আনচেলত্তি এর আগেও ২০১৩-১৫ পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন। তার অধীনেই রিয়াল জিতেছিল তাদের কাঙ্খিত দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০১৫ সালে দলীয় বিপর্যয়ের কারণে তাকে ছাটাই করে রিয়াল মাদ্রিদ। আনচেলত্তির স্থলাভিষিক্ত হন তারই সহকারী জিনেদিন জিদান। এবার তার সাবেক সহকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
Carlo Ancelotti will sign with Real Madrid until 2024 - three years contract confirmed.
— Fabrizio Romano (@FabrizioRomano) June 1, 2021
- Lucas Vazquez contract extension until 2024 approved. Done deal.
- Pintus and Davide Ancelotti expected to be part of the staff.
- Real will appoint a new executive in the board soon.
কার্লো আনচেলত্তি ছাড়াও সদ্য ইন্টার মিলানের দায়িত্ব ছাড়া অ্যান্তেনিও কন্তে এবং রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসের দায়িত্ব নেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত আনচেলত্তির উপরই ভরসা রাখলো রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]