৫ বছরের চুক্তিতে বার্সায় গার্সিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০২ জুন ২০২১
৫ বছরের চুক্তিতে বার্সায় গার্সিয়া

ব্যর্থ এক মৌসুম শেষ করার পর এবার দলবদলে বেশ ব্যস্ত সময় পার করছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আগুয়েরোকে দলে ভেড়ানোর পর এবার দলভুক্ত করলো ম্যানচেস্টার সিটির আরেক খেলোয়াড়কে। ভবিষ্যৎ এর কথা ভেবে তরুণদের প্রতি এবার নজর দিচ্ছে বার্সা। সেই ধারাবাহিকতায় সিটির ২০ বছর বয়সী এরিক গার্সিয়াকে দলে ভিড়িয়েছে মেসির বার্সেলোনা।

বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১ জুন) এরিক গার্সিয়ার সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে তারা। ফ্রি ট্রান্সফারেই তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনয় যোগ দিয়েছেন। তরুণ এই ডিফেন্ডারের বাই আউট ক্লোজ রাখা হয়েছে ৪০ কোটি ইউরো।

তরুণ এই ডিফেন্ডারের সাথে ৫ বছর মেয়াদি চুক্তি করেছে বার্সেলোনা। মূলত, জেরাড পিকের বিকল্প হিসেবেই ভাবা হচ্ছে তাকে। বার্সেলোনার একাডেমিতেই বেড়ে উঠা এরিক গার্সিয়া খুশি বার্সেলোনায় যোগ দিতে পেরে।

তবে, বার্সেলোনা অনেকটা ত্যাগ স্বীকার করেই আসতে হয়েছে গার্সিয়াকে । পূর্বের বেতনের তুলনায় কম বেতনেই এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনার সাথে। ভবিষ্যতের কথা ভেবেই তরুণ এই ফুটবলারকে পেতে মরিয়া ছিল স্প্যানিশ এই ক্লাবটি।

এরিক গার্সিয়ার পর আরও দুইজন ফ্রি ট্রান্সফারের খেলোয়াড় দলে ভেড়াতে পারে বার্সেলোনা। ইতিমধ্যে তারা কথা বলছে একাধিক খেলোয়াড়ের সাথে। তবে গুঞ্জন রয়েছে অলিম্পিক লিঁওর ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের সাথে আলোচনা বেশ এগিয়েছে বার্সার। অফিশিয়াল ভাবে খুব শীগ্রই তাকে দলে ভেড়াবে বলে গুঞ্জন রয়েছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

রিয়ালে খেলার সব গুণই আছে এমবাপের : বেনজেমা

রিয়ালে খেলার সব গুণই আছে এমবাপের : বেনজেমা

ক্লাব আমার উপর ভরসা হারিয়ে ফেলেছিল : জিদান

ক্লাব আমার উপর ভরসা হারিয়ে ফেলেছিল : জিদান

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল