কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০১ জুন ২০২১
কাতার গেল ইব্রাহিম, এখনও অনিশ্চিত সুফিল

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে শুক্রবার (২৮ মে) বিকেলে দোহা পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩২ সদস্য। তবে তখন দলের সাথে যোগ দিতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল। অবশেষে দুই দিন পর সোমবার (৩১ মে) কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছে ইব্রাহিম। তবে এখনও দেশেই রয়েছে সুফিল।

এদিকে, কাতারে গেলেও সরাসরি দলের সাথে যোগ দিতে পারবেন না ইব্রাহিম। কাতার এয়ারপোর্টে আবারও করোনা পরীক্ষা করানো হবে তার। পরীক্ষার ফলাফলে নেগেটিভ আসলেই কেবল দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।

ইব্রাহিম যেতে পারলেও এখনও দেশেই অবস্থান করছে আরেক ফরোয়ার্ড সুফিল। ধারণা করা হচ্ছে করোনা থেকে সেরে না উঠায় ইব্রাহিমের সাথে বিমান ধরতে পারেননি তিনি। ফলে, আরও কিছুদিন অপেক্ষা বাড়লো সুফিলের জন্য।

ইব্রাহিম এবং সুফিলকে ছাড়াই রবিবার (৩০ মে) অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেলে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অনুশীলনে কোচ ছোটখাটো ভুলগুলো নিয়েই কাজ করেছেন।

কাতারের ৪২-৪৫ ডিগ্রি তাপমাত্রায় কঠোর অনুশীলন করে বাকি ম্যাচগুলোতে ভালো কিছু দেয়ার প্রত্যয় পুরো বাংলাদেশ দলের মাঝে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-আফগানিস্তানের সাথে একই হোটেলে বাংলাদেশ

ভারত-আফগানিস্তানের সাথে একই হোটেলে বাংলাদেশ

নেপোলি ছেড়ে ফিওরেন্টিনার হেড কোচ গাত্তুসো

নেপোলি ছেড়ে ফিওরেন্টিনার হেড কোচ গাত্তুসো

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

শঙ্কাই সত্যি হলো, সরে গেল কোপা আমেরিকা

কাতারে জামাল ভূঁইয়াদের অনুশীলন

কাতারে জামাল ভূঁইয়াদের অনুশীলন