নেপোলি থেকে ছাটাই হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ফিওরেন্টিনার হেড কোচ হিসেবে যোগ দিলেন ইতালিয়ান কিংবদন্তি জেনরো গাত্তুসো। টানা দুই মৌসুম নেপোলির দায়িত্ব পালন করেছেন গাত্তুসো। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান সিরি এ তে নেপোলিকে চ্যাম্পিয়নস লিগে উঠাতে ব্যর্থ হওয়ায় তাকে ছাটাই করা হয়েছে।
জেনরো গাত্তুসোর বিদায়ে নেপোলির হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ইন্টার মিলান বস লুসিয়ানো স্পালেত্তি। ২০১৯-২০ মৌসুমে ইন্টার মিলানের দায়িত্বে ছিলেন লুসিয়ানো স্পালেত্তি। ইন্টারকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা এনে দিয়ে দায়িত্ব ছাড়েন তিনি। এর আগে কোচ হিসেবে ইতালিয়ান লিগ এবং রাশিয়ান লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।
জেনরো গাত্তুসো নেপোলির কোচ হিসেবে বেশ ভালোই করছিলেন। দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে নেপোলিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলেন তিনি। এছাড়াও দ্বিতীয় মৌসুমেও বেশ ভালোভাবে দল সামলেছেন গাত্তুসো। ইতালিয়ান সিরি এ- এর শেষ রাউন্ড পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের খেলা আশা বাচিয়ে রেখেছিলো নেপোলি।
আরও পড়ুন: বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত
ইতালিয়ান সিরি এ- এর শেষ রাউন্ডে জুভেন্টাসের অতিমানবীয় পারফর্মেন্সের কারণে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। আর এ ব্যর্থতার দায়ভার দিয়েই তাকে ছাটাই করেছে নেপোলি।
ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান নতুন কোচের খোঁজে আছে। শেষ পর্যন্ত ইন্টার মিলান নয়, দায়িত্ব নিলেন ফিওরেন্টিনার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]