রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়ায় আয়োজন সম্ভব হয়নি এবারের কোপা আমেরিকা। ফলে ধারণা করা হচ্ছিল আর্জেন্টিনাতেই বসতে যাচ্ছে কোপার আসর। এবার আর্জেন্টিনা থেকেও সরে গেল কোপা আমেরিকা। মূলত, করোনাভাইরাসের কারণেই আর্জেন্টিনায় আয়োজন সম্ভব হচ্ছে না কোপা আমেরিকা, নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
শুরুতেই এবারের আসরের আয়োজক দেশ হিসেবে নাম ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু কলম্বিয়ার রাজনৈতিক অস্থিরতার কারণে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। তখন একক ভাবে আর্জেন্টিনাতে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে সে জায়গা থেকেও সরে আসতে হলো কনমেবলকে।
সোমবার (৩১ মে) কনমেবল তাদের অফিশিয়াল টুইটারে জানায়, করোনাভাইরাসের কারণে আর্জেন্টিনায় চলমান নানা বিধি নিষেধের কারণে আর্জেন্টিনায়ও হচ্ছে না কোপা আমেরিকা। সেখানে বন্ধ রয়েছে সকল ফুটবল ম্যাচও। এ কারণেই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়ে হয় কনমেবলকে।
শেষ মুহূর্তে আর্জেন্টিনায়ও কোপা আমেরিকা না হওয়ায় আয়োজক হিসেবে থাকবে কোন দেশ তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র কিংবা চিলিতে শেষ পর্যন্ত আয়োজন করা হতে পারে কোপা আমেরিকা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]