কাতারে পৌঁছে প্রথম ফলাফল নেগেটিভ আসার পরেই অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায়ও সকলের ফলাফল নেগেটিভ আসায় স্বস্তি বাংলাদেশ শিবিরে। কঠিন ম্যাচকে সামনে রেখে অনুশীলনেও চলছে জোর প্রস্তুতি। বিশেষ করে ডিফেন্ডার এবং গোলকিপারদের প্রস্তুত করা হচ্ছে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করার জন্য।
কোভিডের কারণে কাতারে একই হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দুই প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তান। হোটেল ইজদান প্যালেসে বর্তমানে রয়েছে এই তিন দল।
এদিকে, রবিবারও অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় বিকেলে কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অনুশীলনে কোচ ছোটখাটো ভুলগুলো নিয়েই কাজ করেছেন।
কাতারের ৪২-৪৫ ডিগ্রি তাপমাত্রায় কঠোর অনুশীলন করে বাকি ম্যাচগুলোতে ভালো কিছু দেয়ার প্রত্যয় পুরো বাংলাদেশ দলের মাঝে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]