ইউরো চ্যাম্পিয়নশিপের বেলজিয়াম দলে কেভিন ডি ব্রুইনির দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রোববার (২৯ মে) দিনগত রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি এবং চেলসি। ম্যাচের ৫৭ মিনিটে চেলসি ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগারের সাথে ধাক্কা লেগে মাঠের বাইরে চলে যান ডি ব্রুইনি।
পোর্তোতে ফাইনাল ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ ফুটবলারের সাথে ধাক্কা লাগায় ডি ব্রুইনির নাক এবং বা অক্ষিকোটরে চিড় ধরা পড়েছে। ইনজুরি পাওয়ার সাথে সাথে মাঠে প্রাথমিক চিকিৎসা করানো হলেও ম্যাচে আর তাকে খেলানো সম্ভব হয়নি।
ফাইনাল শেষে ইংল্যান্ডের ফেরার আগেই পর্তুগালেই কেভিন ডি ব্রুইনির স্ক্যান এবং এক্স রে করানো হয়। এখানেই তার এ ইনজুরি ধরা পড়ে। নিজের ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন ডি ব্রুইনি নিজেই। ইন্সটাগ্রামে তিনি বলেন,‘এ মাত্র হাসপাতাল থেকে ফিরলাম। আমার নাকের হাড় এবং বা অক্ষিকোটরে চিড় ধরা পড়েছে।’
কেভিন ডি ব্রুইনির এ চিড় সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য চলতি বছরে জুনের ৭ তারিখ তাকে বেলজিয়ামের ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আর একই মাসের ১২ তারিখ থেকে শুরু হবে বেলজিয়ামের ইউরো লড়াই। তাই বেলজিয়ামের হয়ে ইউরো খেলতে পারবেন কিনা তা নিয়ে বেশ সংশয় তৈরি হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]