করোনাভাইরাসের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলে। চলতি বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিলো সাফ অনুর্দ্ধ ১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ফুটবলাররা সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি সাফ জুলাইয়ে নারী ফুটবলের এ প্রতিযোগীতা স্থগিত করেছে।
সাফের সাধারণ সম্পাদক আনোরুল হক হেলাল বলেন, ‘টুর্নামেন্টটি বাতিল করা হয়নি, জুলাইয়ে আপাতত স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে আমরা এ টুর্নামেন্টটি আয়োজন করবো’
সাফের সাধারণ সম্পাদক হেলাল জানান টুর্নামেন্টটি বাতিল করার মূল কারণ হলো টুর্নামেন্টের সাথে জড়িত বিভিন্ন বিষয়। তিনি বলেন,‘ ফ্লাইট জটিলতা, কোয়ারেন্টাইনসহ টুর্নামেন্টের সাথে আরও অনেক বিষয় জড়িত আছে। করোনা পরিস্থিতির কারণে বেশ আগেই টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। সকল ফেডারেশনকে অবহিত করা হয়েছে।’
বাংলাদেশের নারী ফুটবলের দলের কোচ গোলাম রব্বানী ছোটন সাফের টুর্নামেন্ট স্থগিত হওয়ার বিষয়ে বলেন,‘সাফ থেকে আমাদেরকে জানানো হয়েছে টুর্নামেন্টটি স্থগিত হয়েছে। আমরা অনুশীলনের মধ্যেই ছিলাম। স্থগিত হওয়ার ফলের অন্য দেশগুলোর যে অবস্থা হবে আমাদেরও সে অবস্থায় হবে।’
নারী লিগ চললেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফুটবলারদের ক্যাম্পেই রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পে থাকবেন ৩০ জন নারী ফুটবলার। অনুর্দ্ধ ১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল হলেও অনুর্দ্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ২৭ আগস্ট থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সাফ অনুর্দ্ধ ১৬ নারী চ্যাম্পিয়নশিপ।
দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের করোনা পরিস্থিত বেশ শঙ্কার মুখে। তাই অনুর্দ্ধ ১৬ চ্যাম্পিয়নশিপ স্থগিতের ঘোষণা না আসে পর্যন্ত অনুশীলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]