কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে শুক্রবার (২৮ মে) বিকেলে দোহা পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ৩২ সদস্য। বিমানবন্দরেই সকল খেলোয়াড়, অফিশিয়ালদের করোনা পরীক্ষা করে কাতার। সেখানে সকলের ফলাফল নেগেটিভ আসায় কাতার পৌঁছে প্রথমবারের মতো মাঠে অনুশীলন করার সুযোগ মিলে ফুটবল দলের।
শনিবার (৩০ মে) কাতারের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় কাতার ইউনিভার্সিটি মাঠে দলগত অনুশীলন করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে এদিন কঠোর অনুশীলনই চালিয়েছে তপু-জিকুরা। তাছাড়া খেলোয়াড়দের মাঝেও ছিল দ্রুত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার চেস্টা।
আরও পড়ুন: বিশ্বকাপকে সামনে রেখে ফিফার নতুন সিদ্ধান্ত
অনুশীলন শেষে কোচ জেমি ডে দিয়েছেন ভালো খেলার প্রত্যয়। অন্যদলগুলোর তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ওইরকম না হলেও ইতিবাচক ছিলেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে।
তিনি বলেন, 'কাতার বিশ্ববিদ্যালয়ে আমাদের প্র্যাকটিস সেশনটি ভালো হয়েছে, প্র্যাকটিসের জন্য চমৎকার সুযোগ-সুবিধা দেয়া হয়েছে। আবহাওয়াও ভালো ছিলো। আশা করছি বাকি দিনগুলো আমরা সর্বোচ্চ প্র্যাকটিস করবো এবং একটি ভালো খেলা উপহার দিব।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]