ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ এএম, ৩০ মে ২০২১
ক্রিকেটের মতো দেশের ফুটবলেও জোয়ার আসবে : আনভীর

বাংলাদেশের ক্রিকেটে যেমন জোয়ারে বাসছে ঠিক তেমনি ফুটবলেও জোয়ার আসবে বলে প্রত্যাশা করেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তিনি বলেন, বিশ্বে এক নম্বর খেলা হলো ফুটবল। কিন্তু বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশে ক্রিকেটে যেমন একটা জোয়ার আসছে, তা ফুটবলেও আসবে।

শনিবার (২৯ মে) শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পরিচালনা পর্ষদের (২০২১-২৪) নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সায়েম সোবহান আনভীর এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বে এক নম্বর খেলা হলো ফুটবল। কিন্তু বাংলাদেশ ফুটবলে পিছিয়ে আছে। তবে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে ক্রিকেটে যেমন একটা জোয়ার আসছে, তা ফুটবলেও আসবে। ধাপে ধাপে সবই হবে।

শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালনা পর্ষদের নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ৩০টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬০ জন। ভোটার ছিলেন ৯৮ জন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সকাল সাড়ে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইমরুল হাসান।

ভোট নিয়ে বসুন্ধরা গ্রুপের এমডি বলেন, ‌‘আমরা চাই না শেখ রাসেল ক্রীড়া চক্রের এই নির্বাচন নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠুক। ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছিল। উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।’

শেখ রাসেল ক্রীড়া চক্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনে বলেন, ‘বোর্ড মেম্বার ও বোর্ড ডিরেক্টররা মিলে আমরা শেখ রাসেল ক্রীড়া চক্রের ভবিষ্যৎ কেমন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আজকে নির্বাচন হয়েছে, এরপর কমিটি হবে। কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা আবার নতুন করে নতুন উদ্যমে সবকিছু শুরু করবো।’

সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল একটা একাডেমি হবে, মাঠ হবে। এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু গত বছর থেকে করোনা মহামারী সব পরিকল্পনাকে উলটপালট করে দিয়েছে। করোনা পরিস্থিতির কারণে আমরা কোনো কিছুই এগিয়ে নিতে পারিনি।’

দেশের সামগ্রিক ফুটবলের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘সবার উচিত ফুটবলকে পৃষ্ঠপোষকতা দেওয়া। বিশ্বের এক নম্বর খেলা হওয়া সত্ত্বেও বাংলাদেশ ফুটবলটা কেন জানি অবহেলিত। ফুটবলের অনেক বিষয়ে উন্নয়নের সুযোগ আছে।’

তিনি আরও বলেন, ‘বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করেছি। বাংলাদেশে এ রকম আরও অনেক বড় বড় গ্রুপ আছে। তাদেরও উচিত ফুটবল একাডেমি গড়ে তোলা, ফুটবলের সামগ্রিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করা।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট দলের প্রশংসায় বাফুফে 

ক্রিকেট দলের প্রশংসায় বাফুফে 

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

দর্শকশূন্য মাঠে বিসিএল আয়োজনের সিদ্ধান্ত বাফুফের

জামাল ভূঁইয়াদের সৌদি যাত্রা স্থগিত

জামাল ভূঁইয়াদের সৌদি যাত্রা স্থগিত

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া

জয় আমাদেরই হবে : জামাল ভূঁইয়া