টানা পাঁচটি ইতালিয়ান লিগ শিরোপা এবং দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলে বিদায় নিয়েছিলেন জুভেন্টাস থেকে মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। প্রথম মেয়াদে জুভেন্টাসের দায়িত্ব নেওয়ার সময় চাপ ছিলো সাফল্য ধরের রাখার আর এবার সাফল্যহীন এক জুভেন্টাসের দায়িত্ব ফিরলেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে দায়িত্ব ছাড়ার দুই বছরের মাথায় আবারও জুভেন্টাসের দায়িত্ব ফিরলেন তিনি।
মাসিমিলিয়ানো অ্যালেগ্রির বিদায়ের পর টানা দুই মৌসুমে দুই কোচের পর ভরসা রাখেছিলো জুভেন্টাস কতৃপক্ষ। তবে তারা কেউই জুভেন্টাসের আস্থার প্রতিদান দিতে পারেননি। অ্যালেগ্রির বিদায়ী মৌসুম শেষেই কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মারিসিও সারি। ওই এক মৌসুমেইশেষ। ইতালিয়ান লিগ শিরোপা জিতিয়ে ক্লাবকে বিদায় জানাতে হয়।
সারির জুভেন্টাস থেকে বিদায় নেওয়ার পরই হটাৎই কোচ হয়ে আসেন কিংবদন্তি আন্দ্রে পিরলো। তবে জুভেন্টাসকে সিরি এ শিরোপা জেতাতে পারেননি। তবে জিতিয়েছিলেন ইতালিয়ান সুপার কাপ এবং কোপা ইতালিয়ার শিরোপা। তার অধীনে শীর্ষ চারে অবস্থান করে নিতেও জুভেন্টাসকে বেশ কাঠখড় পোড়াতে হয়। তাই বাধ্য হয়ে চাকুরিহীন অ্যালেগ্রির উপরই ভরসা রাখতে হচ্ছে ক্লাব কতৃপক্ষের। বাৎসরিক ৯ মিলিয়ন পাউন্ড বেতনে আবারও জুভেন্টাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।
কিছুদিন আগেই গুঞ্জন শোনা যাচ্ছিলো অ্যালেগ্রি হয়তো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিবেন। তবে সে জল্পনা-কল্পনার ইতি ঘটিয়ে পুরোনো ক্লাব জুভেন্টাসেই ফিরলেন তিনি। এখন দেখা যাক, জুভেন্টাসের আধিপত্যের দিন ফিরিয়ে আনতে পারেন কিনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]