কোচ আন্দ্রে পিরলোকে ছাটাই করলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কতৃপক্ষ। পিরলোর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক জুভেন্টাস বস মাসিমিলায়ানো অ্যালেগ্রি। পিরলোর বিদায়ের খবর জুভেন্টাসের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ।
২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা ঘরে তোলার পর হটাৎই মারিসিও সারিকে বরখাস্ত করা হয়। সারির উত্তরসূরী হয়ে জুভেন্টাসে আসেন আন্দ্রে পিরলো। ধারণা করা হয়েছিলো রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের মতো কিছু একটা করতে পারেন তিনি। কিন্তু সে রকম কিছুই করতে পারেননি তিনি।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের কোচের দৌড়ে যারা
পিরলোর অধীনে জুভেন্টাস পয়েন্ট টেবিলের চার নম্বরে থেকে লিগ শেষ করে। মৌসুমের শেষ ম্যাচে এসে চ্যাম্পিয়নস লিগের খেলার যোগ্যতা অর্জন করে জুভেন্টাস। এছাড়াও লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখেন তিনি।
মাসিমিলায়ানো অ্যালেগ্রি ২০১৪-২০১৯ পর্যন্ত জুভেন্টাসের দ্বায়িত্বে থাকাকালীন টানা পাঁচটি লিগ শিরোপা জিতিয়েছিলেন। সাথে দলকে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বেই নেই তিনি। তাকেই ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে তুরিনের এ ক্লাবটি।
আরও পড়ুন: দর্শকদের উপস্থিতিতে হবে স্পেন-পর্তুগাল ম্যাচ
আন্দ্রে পিরলো জুভেন্টাসের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন। তুরিনের ওল্ড লেডিদের হয়ে খেলোয়াড় হিসেবে চারটি সিরি এ শিরোপা জিতেছিলেন। এছাড়াও এসি মিলানের হয়ে দুইটি চ্যাম্পিয়নস লিগ জয় করেছিলেন।
২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পিরলো। পিরলোর বিদায়ের আনুষ্ঠানিক বিবৃতিতে জুভেন্টাস বলেছে, 'আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পিরলো। আপনাকে আমাদের কোচ হিসেবে পেয়ে আমরা বেশ ভাগ্যবান।' তুরিনের ওল্ডলেডিদের হয়ে কোচ হিসেবে পিরলো ইতালিয়ান সুপার কাপ এবং কোপা ইতালিয়া শিরোপা জিতেছিলো। যা তার কোচ হিসেবে চাকরি বাঁচিয়ে রাখতে যথার্থ ছিলো না।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]