অবশেষে গুঞ্জন সত্যি হলো। রিয়াল ছাড়লেন জিনেদিন জিদান। শিরোপাহীন এক মৌসুম কাটানোর পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে, জিদানের বিদায়ের পর নতুন করে কোচের খুঁজে রিয়াল মাদ্রিদ। আপাতত, তাদের পছন্দের তালিকায় রয়েছে ৬ জন কোচ। ধারণা করা হচ্ছে, দ্রুতই নতুন কোচ নিয়োগ করবে মাদ্রিদ।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন ৬ কোচ। তালিকার প্রথমেই রয়েছে অ্যান্তোনিও কন্তের নাম। তাছাড়া তার পরই পছন্দের তালিকায় রয়েছে রাউল এবং গুতির নামও। এছাড়াও কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের পছন্দের তালিকায় আরও রয়েছে হোসে মিগুয়েল গঞ্জালেস, থমাস তুচেল এবং সাবেক জার্মানি কোচ জোয়াকিম লো।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি হলো, রিয়াল ছাড়লেন কোচ জিদান
সদ্যই ইন্টার মিলান ক্লাবের দায়িত্ব ত্যাগ করা অ্যান্তোনিও কন্তের দিকেই বেশ নজর রিয়াল মাদ্রিদের। তার অধীনে এবার শিরোপা জয় লাভ করে ইন্টার মিলান। যদিও কন্তেকে পেতে আগ্রহী টটেনহ্যামও। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ তার সাথে চুক্তি করতে পারে কিনা সেটিই দেখার বিষয়।
আরও পড়ুন: ২ ফুটবলারকে রেখেই কাতার গেল বাংলাদেশ ফুটবল দল
অন্যদিকে, এই ছয় জনের পাশাপাশি রিয়াল মাদ্রিদের নজর রয়েছে পচেত্তিনোর দিকেও। ২০১৮ সালে তাকে একবার কোচ করতে চেয়েছিল মাদ্রিদ, তবে সেবার না পারলেও এবার হয়তো তার জন্যও চেস্টা চালাবে ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]