বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। তবে কোয়ারেন্টাইন জটিলতায় সৌদি আরব যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের। তাই নির্ধারিত দিনের ২ দিন আগে শুক্রবার (২৮ মে) কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়লো জামাল-জিকু-তপুরা।
শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৩ ফুটবলার সহ ৯ জন অফিশিয়ালের দল কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। করোনামুক্ত না হওয়ায় দলের সাথে কাতার যেতে পারেননি মাহবুবুর রহমান সুফিল ও মোহাম্মদ ইব্রাহিম। কাতারে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ৩ জুন। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত, যাদের বিরুদ্ধে ৭ জুন লড়বে বাংলাদেশ।
আরও পড়ুন: কলম্বিয়ার পর আর্জেন্টিনা থেকেও সরে যাচ্ছে কোপা আমেরিকা
নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ওমানের বিপক্ষে ১৫ জুন মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। এর আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের।কোয়ারেন্টাইন জটিলতায় শেষ পর্যন্ত সেখানে যেতে পারেনি বাংলাদেশ। ফলে, ঢাকার মাঠেই প্রস্তুতি নিতে হয় ফুটবলারদের।
আরও পড়ুন: গুঞ্জন সত্যি হলো, রিয়াল ছাড়লেন কোচ জিদান
সৌদি আরব যাত্রা স্থগিত হওয়ায় বৃহস্পতিবার (২৭ মে) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। যেখানে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি সারে তপু-জামালরা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]