বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে সৌদি আরব যাওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের। তবে কোয়ারেন্টাইন জটিলতায় সৌদি আরব যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের। তাই এখন সরাসরি কাতারে যাওয়ারই পরিকল্পনা করেছে বাফুফে। সব কিছু ঠিক থাকলে শুক্রবার (২৮ মে) কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, দেশের মাটিতেই প্রস্তুত ম্যাচ খেলেই কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল ভূঁইয়ারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। তবে সৌদি যাত্রা না হওয়ায় দুই দিন আগেই কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
আরও পড়ুন: সকল চেষ্টা ব্যর্থ, দেশের ক্লাবের বিপক্ষেই প্রস্তুতি সারবে বাংলাদেশ
বাফুফে একই সাথে নিশ্চিত করে যে, মোট ৩৫ জনের বহর নিয়ে কাতার যাবে বাংলাদেশ দল। যেখানে ২৫ জন ফুটবলারের পাশাপাশি ১০ জন অফিশিয়াল রয়েছে।
কাতারে পৌঁছেই সেখানে সকল খেলোয়াড়-কর্মকর্তাদের করোনা টেস্ট করানো হবে। সেখানে ফলাফল নেগেটিভ আসলেই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ বাছাইপর্বে ৩ জুন বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের সঙ্গে। ৭ জুন ভারতের সঙ্গে ও টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ১৫ জুন বাংলাদেশ লড়বে ওমানের বিপক্ষে লড়বে জামাল-জিকুরা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]