বিশ্বকাপ বাছাই পর্বের ৩ ম্যাচের জন্য শুক্রবার (২৮ মে) দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। ফুটবল দলের কোচ জেমি ডে, কাতারে যাওয়ার আগে বাইরের দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলেও আয়োজনে ব্যর্থ হয় বাফুফে। নিজেরা ব্যর্থ হলেও, এবার ক্রিকেট দলের সাফল্যে প্রশংসা জানাতে ব্যর্থ হয়নি বাফুফে। জাতীয় ক্রিকেট দলের দারুণ সাফল্যে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাফুফে।
লংকানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতায় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। একই সাথে অভিনন্দন জানান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি অন্য সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ আরও অনেকে।
বাফুফে আশা করে, জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ভবিষ্যতে আরও সুনাম বয়ে আনবে।
উল্লেখ্য যে, সিরিজের দ্বিতীয় ম্যাচে সফররত শ্রীলঙ্কাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচ সিরিজের একটি ওয়ানডে বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করলো টাইগাররা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]